আয়ারল্যান্ডের বিপক্ষে সফল অ্যাওয়ে সিরিজ শেষে বিশ্রামে আছেন টাইগার ক্রিকেটাররা। এরপরই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে। আগামী ১৪ জুন টেস্ট ম্যাচ দিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু করবে রশিদ খানরা। তবে প্রথম ভাগে টেস্ট ম্যাচটি খেলেই তারা ভারতে সিরিজ খেলতে চলে যাবে। একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই তার অনুপস্থিতিতে স্বাগতিকদের কে নেতৃত্ব আসবেন, তা নিয়ে আলোচনা চলছে।
আইরিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের সময় আঙুলের চোটে পড়েন সাকিব। সেই চোট তাকে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে। তবে রশিদ খানদের বিপক্ষে সাদা পোশাকে না থাকলেও, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সাকিবকে পেতে চায় বিসিবি। টেস্টে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব না থাকায়, তার বিকল্প ভাবতে হচ্ছে বোর্ডকে।
সম্ভাব্য অধিনায়কের তালিকায় সবার আগে রয়েছে লিটন দাসের নাম। কারণ টেস্টে তিনি আগে থেকেই টাইগারদের সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। তবে লিটন যদি শেষ পর্যন্ত দায়িত্ব না নেন, তাহলে দায়িত্ব পেতে পারেন মেহেদী হাসান মিরাজ।
জানা গেছে, একমাত্র টেস্টে অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন ব্যাটার নাজমুল হোসেন শান্তও। তবে এই তিনজনের মধ্যে যে কাউকেই এই দায়িত্বে দেখা যেতে পারে। ফলে তাদের কেউ নেতৃত্বে আসলে, সেটি হবে জাতীয় দলের হয়ে সাদা পোশাকে তাদের নেতৃত্বের অভিষেক।
উল্লেখ্য, আগামী ১৪-১৮ জুন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর ভারতের মাটিতে আফগানদের সিরিজ শেষে দ্বিতীয় দফায় তারা বাংলাদেশে আসবে। আগামী ৫, ৮ ও ১১ জুলাই দু’দলের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।