ঢাকার প্রবেশপথে অবস্থানের যে কর্মসূচি বিএনপি ঘোষণা করেছে তার সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনাদের চলার পথও বন্ধ করে দেব। রাজনৈতিক খেলায় আওয়ামী লীগ চ্যাম্পিয়ন বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী তিন সংগঠনের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
আগামীকাল শনিবার ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এখন নাকি আপনারা রাস্তা বন্ধ করবেন! ঢাকার প্রবেশমুখে অবস্থান নেবেন! আপনাদের চলার রাস্তাও বন্ধ করে দেব। চোখ রাঙাবেন না। আমাদের শিকড় এই মাটির অনেক গভীরে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের জনগণের জানমাল রক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ অতদ্র প্রহরী হিসেবে কাজ করবে।’
দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘হতাশ হবেন না। কারও চোখ রাঙনোর পরোয়া বঙ্গবন্ধু কন্যা করেন না। আশ্বত করতে পারি আপনাদের।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা সংঘাত চাই না। আমরা সংঘাতের জন্য এই সমাবেশ করছি না। আমরা জনগণের জানমাল পাহারা দিতে এসেছি।’
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘যত লাফালাফি, যত তাফালিং করেন ফখরুল সাহেব, তারেক জিয়া, এই লাফালাফিতে কাজ হবে না। যতই তাফালিং করেন ক্ষমতার ময়ুর সিংহাসন বহুদূরে চলে গেছে৷ ওটা খুঁজে পাবেন না।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘রাজনীতির খেলায় আওয়ামী লীগকে কেউ হারাতে পারেনি৷ রাজনীতির খেলায় আওয়ামী লীগ চ্যাম্পিয়ন।’
এ সময় তিনি দাবি করেন, ‘বিএনপির মধ্যে মনোনয়ন বাণিজ্য চলছে৷ লন্ডনগামী যাত্রী বাড়ছে।’ কাদের বলেন, ‘তারেক জিয়ার ধমক খেতে খেতে বেচারার (মির্জা ফখরুল) অবস্থা কাহিল।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে টাকা পাচার করেছেন দাবি করে তাকে ‘চোর’ বলে আখ্যায়িত করেন ওবায়দুল কাদের৷ তিনি বলেন, ‘তারেক রহমান ফখরুলকে বলছে, আন্দোলনে টাকার অভাব হবে না। তারেক রহমান এত টাকা পেল কোথায়? কোটি কোটি টাকা।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘লবিস্ট নিয়োগ করে টাকা দিয়ে৷ কিছুজনকে দিয়ে জাতিসংঘের, যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরের কাছে চিঠি লেখে। এই দুঃসাহস তারা পেল কোথায়? হাজার হাজার কোটি টাকা পাচার করেছে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘খেলা হবে। খেলা হবে তারেক রহমানের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, ভুয়া এক দফার বিরুদ্ধে।’