আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার (১ মে) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
এতে বলা হয়, ‘পয়লা মে থেকে বর্তমানে অতিঝুঁকিপূর্ণ বিবেচিত দেশগুলো ছাড়া বিশেষ শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটগুলো আবার চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা সংক্রমণের হার বিবেচনায় ভারতসহ ১৬টি দেশের রুটে সকল ফ্লাইট বন্ধ থাকবে। তবে ৩৮টি দেশের গমনাগমনের ওপর বিশেষ শর্ত আরোপ করা হয়েছে।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এর ফলে এয়ার বাবল ফ্লাইটগুলো স্থগিত থাকবে। এ ছাড়াও অতিঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুকিপূর্ণ দেশগুলো থেকে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে।
এই দুই তালিকার বাইরে থাকা দেশ থেকে আসা যাত্রীদের করোনা নেগেটিভ সনদ দেখিয়ে ১৪ দিন হোম কোয়ারেন্টিন কঠোরভাবে পালনের নির্দেশও দেয়া হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, বাহরাইন ও কুয়েত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকলেও সেখান থেকে আসাদের ৩ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ব্যবস্থাপনা অনুসরণ করতে বলা হয়েছে