এক দশক আগের মামলায় দুই বছরের সাজা হয়েছে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই রায় ঘোষণা করেন। সেই সঙ্গে আসামিদের দশ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তবে এই রায়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ কেউই সন্তুষ্ট নয়। সরকারপক্ষের আইনজীবীরা বলছেন, তারা বেশি সাজার প্রত্যাশা করেছিলেন। অন্যদিকে অধিকারের আইনজীবীও ক্ষুব্ধ, কারণ তাদের প্রত্যাশা ছিল আসামিরা মুক্তি পাবে।
রায়ের পর সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ নজরুল ইসলাম শামীম বলেন, ‘আমরা রায়ে সন্তুষ্ট না। আমরা রায়ে সাজা বেশি প্রত্যাশা করেছিলাম। রায় পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেব।’
অন্যদিকে, রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন ভুঁইয়া বলেছেন, ‘এ মামলায় আমরা সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে আপিল করব। সেখানে তারা খালাস পাবেন।’
রাজধানীর শাপলা চত্বরে বিক্ষোভকালে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এই দুই আসামির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছিল ২০১৩ সালে। দীর্ঘ ১০ বছর পর আলোচিত এ মামলার রায় হলো।