অস্ট্রেলিয়া থেকেও বাংলা গানের চর্চা চালিয়ে যাচ্ছেন আদিলা নূর। এ কারণে সেখানের বাঙালি কমিউনিটির মাঝেও জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে তিনি বেশ পরিচিত। এবার স্বনামধন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে হাজির হয়েছেন তিনি। ‘সূর্য ভেজা দিন’ শিরোনামে এই গানটির রচয়িতা কাকলি চৌধুরী ও সুর করেছেন আদিলা নিজেই। এ গানের সংগীতায়োজনে রয়েছেন বিনোদ রায়।
ইতোমধ্যে আদিলার গাওয়া ‘সূর্য ভেজা দিন’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেলবোর্নের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সুবীর কুমার দাস এবং মডেলিং এ ছিলেন মারিয়াম শামস ও জীশান শামস।
নতুন প্রকাশিত গান প্রসঙ্গে আদিলা নূর বলেন, ‘সূর্য ভেজা দিন গানের লিরিক আমার খুবই ভালো লেগেছে। আর গানের কথা যখন সহজেই হৃদয় স্পর্শ করে, সুর তখন সাবলীল ভাবেই চলে আসে; এটিই আমার প্রথম নিজের সুর করা গান। তাই প্রচেষ্টা ছিল শ্রোতাদের মন জয় করার। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’
জি-সিরিজের সিইও খাদেমুল জাহান বলেন, ছোটবেলা থেকেই সংগীতচর্চায় সম্পৃক্ত আদিলার সঙ্গে এটাই আমাদের প্রথম কাজ। তিনি প্রবাসের সঙ্গীতাঙ্গনেও বেশ পরিচিত। তার নতুন গান ‘সূর্য ভেজা দিন’ শ্রোতারা গ্রহণ করবেন বলেই আমি আশা করি।
১৯৯৫ সালে চট্টগ্রাম বেতারের নজরুল সংগীত শিল্পী হিসাবে তালিকাভুক্ত হয়ে আদিলা নিয়মিত নজরুল সংগীত পরিবেশন করেন। পাশাপাশি ২০০০ সাল থেকে তিনি বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম সেন্টারের আধুনিক গানের শিল্পী ছিলেন। এর আগে গত বছর তার গাওয়া ‘স্মৃতির প্রীতি’ গানটি শ্রোতাদের প্রশংসা কুড়ায়। দর্শক-শ্রোতারা তার ‘স্মৃতির প্রীতি’ গানটি শুনতে পাচ্ছেন ‘ইমাজিন রেডিও’, ‘স্পটিফাই’ ও ‘ইউটিউব’ এ।