রামনবমীর দিন মুক্তি পেয়েছ দক্ষিণি সুপারস্টার প্রভাস আর বলিউড সুন্দরী কৃতি শ্যানন অভিনীত প্রথম ছবি ‘আদিপুরুষ’র পোস্টার। সীতার বেশে পোস্টারে ধরা দিয়েছেন কৃতি। আর রামের চরিত্রে প্রভাস। সিনেমার পোস্টার দর্শকের ভালো লাগলেও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। এবার ছবিটির বিরুদ্ধে উঠল চুরির অভিযোগ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
কোনও অনুমতি ছাড়াই ছবির জন্য তার আঁকা চুরি করেছেন ‘আদিপুরুষ’-এর কনসেপ্ট আর্টিস্ট তথা চিত্রশিল্পী টিপি বিজয়ন। এ অভিযোগ এনেছেন শিল্পী প্রতীক সঙ্ঘ। এ প্রসঙ্গে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেছেন প্রতীক।
তিনি লেখেন, ‘‘আমি এ দেশেরই এক চিত্রশিল্পী। রামায়ণ ফের কখনও তৈরি হলে সেখানে রামচন্দ্রের লুক কেমন হতে পারে, সেই কথা চিন্তা করে আমি কিছু ছবি এঁকেছিলাম। এটা প্রায় এক বছর আগের কথা। ‘আদিপুরুষ’ নামক ছবির শিল্পী আমার আঁকাগুলো নিয়ে সেখান থেকেই কিছু একটা দাঁড় করে নিজের সৃষ্টি বলে চালিয়ে দিচ্ছেন। আমাকে না আগে থেকে কিছু জানানো হয়েছে, না এর জন্য আমাকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।’’
প্রতীক আরও অভিযোগ এনেছেন, ‘‘এদের ছবির প্রতি কোনও মায়া-মমতা বা দরদ নেই। শুধু সস্তা উপায়ে ছবির প্রচারের ধান্দা করছেন ওরা।’
এর আগে হিন্দু পুরাণকে ভুল পদ্ধতিতে ব্যবহারের দায়ে সিনেমার পরিচালক ও প্রযোজক ওম রাউতের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান সনাতন ধর্মের সাইনাথ সঞ্জয় দীননাথ তিওয়ারি। মুম্বাইয়ের সাকিনাকা পুলিশ স্টেশনে অভিযোগ জানিয়েছেন তিনি। মুম্বাই উচ্চ আদালতের আইনজীবী আশিষ রাই আর পঙ্কজ মিশ্রার মাধ্যমেই কেস চালাবেন সাইনাথ।
সঞ্জয় দীননাথের অভিযোগ, পবিত্র গ্রন্থ রামচরিতমানস থেকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জীবনী অবলম্বনে ছবিটি তৈরি করা হয়েছে। কিন্তু সিনেমার পোস্টারে রামচন্দ্রকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা সম্পূর্ণ ভুল। হিন্দু ধর্মগ্রন্থ থেকে একেবারে বিপরীতধর্মী রামচন্দ্রকে দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন সনাতন ধর্মের সাইনাথ সঞ্জয় দীননাথ তিওয়ারি।