যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন আসরকে সামনে রেখে নাজমুল হাসান শান্তর অধিনায়কের দায়িত্ব দেওয়া হলেও এখনও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার আগে নিজের পছন্দের স্কোয়াড সাজিয়েছেন বাংলাদেশের সাবেক ওপেনার ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান।
তার ১৬ সদস্যের স্কোয়াডে রেখেছেন হাসান মাহমুদকে। স্ট্যান্ডবাই তালিকায় তিনি রেখেছেন মোহাম্মদ নাইম শেখ, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহানকে।
ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না লিটন দাসের। তিন ফরম্যাটেই রান খরা চলছে এই টাইগার ব্যাটারের, তাকেও রেখেছেন বাংলাদেশের দলে। লিটনের বিকল্প হিসেবে জাকের আলি অনিককে রেখেছেন ঘোষিত স্কোয়ার্ডের দলে।
এছাড়া স্পিনার জায়গায় সাকিবের সঙ্গে মেহেদী হাসান ও রিশাদ হোসেনকে বেছে নিয়েছেন আতাহার আলি। ছয় পেসার দেখা যায় ধারাভাষ্যকার আতহার আলীর স্কোয়াডে; তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।
আতহার আলি খানের চোখে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।
স্ট্যান্ডবাই- মোহাম্মদ নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান।