বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দেশব্যাপী একযোগে চলা ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩’-এর সমাপনী অনুষ্ঠান আজ শুক্রবার (৩ মার্চ)। ১৫ দিনব্যাপী চলা এ চমকপ্রদ আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, সভাপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বিশেষ অতিথি সৈয়দ সালাহউদ্দিন জাকী এবং চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মসিহ্উদ্দিন শাকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
উৎসবে প্রদর্শিত ৩৬টি চলচ্চিত্রের মধ্যে ৭টি ক্যাটাগরিতে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩’ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ২০ জন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের অর্থমূল্য থাকছে শ্রেষ্ঠ চলচ্চিত্র ২ লাখ টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ১ লাখ ৫০ হাজার, বিশেষ জুরি ১ লাখ, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ সাউন্ড ডিজাইনার এবং শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইনার প্রতিজন পাচ্ছেন ৫০ হাজার টাকা।
মনোনীত ২০ জনের মধ্যে থেকেই অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অনুষ্ঠান শেষে প্রত্যেক চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে থাকছে প্রীতি সম্মিলনি।