পাকিস্তানের বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে স্বাগতিক ম্যান ইন গ্রিনদের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের আসরের সুপার ফর পর্বের মিশন শুরু করবে বাংলাদেশ।
এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত হয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি টাইগাররা। তবে ব্যাট হাতে ৮২ রানের কার্যকরী এক ইনিংস খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর আফগানিস্তানকে উড়িয়ে সুপার ফোর নিশ্চিত করে সাকিব আল হাসানের দল। সে ম্যাচেও দুর্দান্ত সেঞ্চুরি করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শান্ত।
তবে এবারের আসরে ব্যাট হাতে আলো ছড়ানো এই টাইগার ব্যাটারকে দলে পাবেনা বাংলাদেশ। ইনজুরির কারণে পুর টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি। তবে তার জায়গায় দলে ফিরেছেন ওপেনার লিটন দাস। অসুস্থতার কারণে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি।
এদিকে পাকিস্তানের বিপক্ষে সার্বিক পরিসংখ্যানে পিছিয়ে আছে বাংলাদেশ। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে এখনো পর্যন্ত ৩৭টি ওয়ানডে খেলে জয় পেয়েছে মাত্র ৫টিতে, হেরেছে বাকি ৩২ টিতেই। এছাড়া বাবরদের বিপক্ষে বাংলাদেশ সবশেষ একদিনের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল ২০১৯ সালে, ইংল্যান্ড বিশ্বকাপের সে ম্যাচেও হেরেছিল বাংলাদেশ।
এদিকে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলায়ও পরিসংখ্যান কথা বলছে না বাংলাদেশের হয়ে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে এখনো পর্যন্ত ১৪টি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে ১৪ বারের দেখায় বাংলাদেশ শেষ হাসি হেসেছে মাত্র ২টি ম্যাচে। বাকি ১২টি ম্যাচই জিতে নিয়েছে পাকিস্তান। তবে সাকিবদের জন্য আত্মবিশ্বাসের কারণ হতে পারে ২০১৬ এবং ২০১৮ এশিয়া কাপের স্মৃতি।
২০১৬ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ী হয়েছিল বাংলাদেশ। ম্যান ইন গ্রিনদের হারিয়েছিল ৫ উইকেটের ব্যবধানে। এরপর ২০১৮ সালের আসরেও বাংলাদেশ জয়ী হয়েছিল ৩৭ রানের ব্যবধানে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে কোনো ম্যাচই হারেনি পাকিস্তান। তাই লাহোরে কাল জয় পেতে হলে ইতিহাসই সৃষ্টি করতে হবে বাংলাদেশকে।