মুখে মুখে বলছে নেপালে তিন জাতির টুর্নামেন্টে দলগোছানোর দিকে নজর দেওয়া হবে। আর কান পাতলে শোনা যায়, ট্রফি জয় করতে আজ নেপাল যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। তিন জাতির টুর্নামেন্ট স্বাগতিক নেপাল ছাড়াও আছে কিরগিস্তান অলিম্পিক ফুটবল দল। বাংলাদেশ নিজেদের ফেভারিট মনে করতেই পারে। নেপালের বিপক্ষে সর্বশেষ ঢাকায় করোনা কালেই দুই ম্যাচের সিরিজ জিতেছিল বাংলাদেশ। মানসিক ভাবে এগিয়ে থাকবেন সুফিল, মতিন, বিশ্বনাথ, জিকো, সোহেল রানা, রহমত মিয়া, সাদ উদ্দিনরা।
কোচ জেমি ডে মুখে মুখে বলছেন, তিনি চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন না। মুখে না বললেও চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়েই তিনি নেপালে যাবেন সেটা তার কথায় বুঝা যায়। সোহেল রানা কোচের কথাগুলো কাল সংবাদমাধ্যমের সঙ্গে এভাবেই বললেন, ‘কোচ বলেছেন ট্রফি জিততে পারলে ভালো, না পারলে ক্ষতি নেই। প্লেয়ারদের মধ্যে এমনটা কাজ করে না। ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলব, যেহেতু টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, অবশ্যই আমরা চাইব ট্রফিটা দেশে নিয়ে আসতে। তবে যত ভালো টিমই হোক কেউ অতিআত্মবিশ্বাসী হয়ে বলতে পারবে না যে, ট্রফি জিততে পারব। কিন্তু আমরা চাই। আর কোচ যেটা বলছেন উনার টার্গেট বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে। আর আমাদের দলে বর্তমানে নতুন খেলোয়াড় আছে, তাদেরকে দেখার দরকার আছে। দুইটা মিলিয়ে কোচের পরিকল্পনা অনুযায়ী টিম করবে এবং তার পরিকল্পনা অনুযায়ী দল খেলবে। আর আমরা খেলোয়াড়রা চাই যে, ভালোভাবে টুর্নামেন্ট শুরু করি এবং ট্রফি নিয়ে আসতে চাই।’