আজ থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় টিকাদান কার্যক্রম। গত ২৬ এপ্রিল টিকা স্বল্পতার কারণে বন্ধ হয়ে যাওয়া টিকাদান কার্যক্রম আজ থেকেই শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আজ থেকে মূলত চীনের দেয়া উপহার সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা দেয়া হবে।
ইতোমধ্যে টিকা কেন্দ্রগুলো আগের মতোই প্রস্তুত করে রাখা হয়েছে। এই টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন চীনা নাগরিক, স্বাস্থ্যর্কমী, পুলিশ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, বিদেশগামী শ্রমিক ও সিটি করপোরেশনের কর্মীরা। স্বাস্থ্য অধিদফতর জানায়, যারা আগের টিকা নিবন্ধন করেছেন তাদের এই টিকা প্রয়োগ করা হবে। নিবন্ধিতদের টিকা দেয়া শেষ হলে নতুন করে নিবন্ধনের জন্য আবার আহ্বান করা হবে।