বেনাপোল কাস্টমস কর্তৃক নানা রকম হয়রানি, দুটি সিএন্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার সকাল থেকে বেনাপোল বন্দর ব্যবহারকারীদের ডাকা অনির্দিস্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ। আজ সোমবার (৭ মার্চ) সকাল থেকে চলবে দু-দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য। রবিবার রাতে অনির্দিস্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান , গত ২ মার্চ ভারত থেকে বন্ড লাইসেন্স (শুল্ক মুক্ত) এর মাধ্যমে আমদানিকৃত ডেনিম ফেব্রিক্স এর ট্রাকে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ পন্য আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘঁটনার সাথে ভারতীয় ড্রাইভারের সরাসরি সহযোগিতা থাকলেও ড্রাইভার ও গাড়ী আটক না করে সিএন্ডএফ প্রতিনিধির নামে মামলা ও দুাট সিএন্ডএফ লাইছেন্স সাময়িক বাতিল করেছেন।
প্রকৃত অপরাধীদের সনাক্ত না করে সিঅ্যান্ডএফ স্টাফের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও কাস্টমস কতৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে সব সমস্যার সমাধান করবেন কাস্টম কর্তৃপক্ষ এমন প্রত্যাশায় তারা ধর্মঘট পপ্রত্যাহার করে নিয়েছেন। বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজিজুর রহমান ধর্মঘট প্রত্যাহারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।