চাঁদপুরে প্রায় ৫০টি গ্রামের মানুষ আজ (১৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। দীর্ঘ কয়েক যুগ ধরে তারা আরব বিশ্বের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছেন। চাঁদপুরে আগাম ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, বলাখাল, মনিহার, অলিপুর, বড়কুল, শমেশপুর, ঝাঁকনি, রামচন্দ্রপুর, প্রতাপুর, বেলচোঁ, উভারামপুর, সুরঙ্গচাল ও গোবিন্দপুর। ফরিদগঞ্জ উপজেলার- শাচনমেঘ, বিঘা, বাছপাড়া, খিলা, ওড়তলী, বালিথুবা, শোল্লা, রূপসা, গোয়ালভাওর, কড়ইতলী, নোয়ারহাট, বাশারা, ফনিসাইর, কামতা, পাইকপাড়া, কাইতারা, টোরামুন্সীরহাট, মূলপাড়া, বদরপুর, তেলিসাইর। মতলব উপজেলার- আশ্বিনপুর, নায়েরগাঁও, পাঁচানী, দশানী, মোহনপুর, এখলাসপুর ও বেলতলী এবং শাহারাস্তী ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রাম।