বিশ্ববিখ্যাত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৮৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পিতার নাম সবদর হোসেন খাঁ, মাতার নাম সুন্দরী বেগম। তার ডাক নাম ছিল আলম। গ্রামে থাকা কালে জারি, সারি, বাউল, ভাটিয়ালী, প্রভৃতি গানের সঙ্গে পরিচিত হন। ১৯১৮ সালে তিনি ভারতের মাইহারে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ব্রিটিশ সরকার তাকে ‘খাঁ সাহেব’ উপাধিতে ভূষিত করেন।
ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সুর সম্রাট আলাউদ্দিন খাঁ মহাবিদ্যালয়, নবীনগর উপজেলা প্রশাসন ও নবীনগর শিল্পকলা একাডেমি, আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদ কর্তৃক অয়োজিত দোয়া, মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত ও স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হবে।