রাজস্থানের আজমীর শরীফে শাহরুখ আসছেন শুনেই সেখানকার মানুষ ভিড় জমাতে শুরু করেন। সেদিন শাহরুখের নিরাপত্তারক্ষীর ভূমিকা পালন করেছিলেন ইউসুফ ইব্রাহিম।
সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে সেদিনের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, আজমীর শরীফে শাহরুখ আসছেন জেনে মানুষের এমন ঢল নেমেছিল যে ধাক্কা খেতে খেতে গাড়িতে উঠে পড়তে হয়েছিল অভিনেতাকে।
ভারতীয় সংবাদমাধ্যমকে ইউসুফ বলেন, আইপিএলের সময়ে আজমীর শরীফ দরগায় যেতে চেয়েছিলেন শাহরুখ স্যার। আমরা পৌঁছনোর পরে বুঝলাম, ভুল দিনে এসেছি। সেদিন ছিল শুক্রবার। সময় দুপুর সাড়ে ১২টা। জুমার নামাজের সময়। শুক্রবার অবশ্য সারাদিনই ১০ থেকে ১৫ হাজার মানুষের ভিড় থাকে সেখানে। শাহরুখ খান আসার খবরে যেই ভিড় আরও বেড়ে যায়।’
ফলে এমন দিনে আজমীর শরীফ দরগায় পৌঁছে বেশ বিপাকেই পড়েছিলেন শাহরুখ। নিরাপত্তারক্ষীর কথায়, ‘বহু মানুষের ঢল নেমেছিল। আমাদের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। লোকজন ধাক্কা মারতে মারতেই দরগার মধ্যে ঢুকে যাচ্ছিল। কোনোমতে আমরা ধাক্কা খেতে খেতেই নিজেদের গাড়িতে গিয়ে বসেছিলাম।’
সেদিন ভিড়ের মাঝে পড়লেও, মাথা ঠান্ডা রেখেছিলেন শাহরুখ। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে এগিয়ে আসতে হয়েছিল।
ইউসুফ বলেন, ‘লোকজনকে সরানোর জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। খুবই উন্মাদনা ছিল সেদিন। আমার জন্য এটা সারা জীবনের অভিজ্ঞতা। তবে এমন পরিস্থিতিতে শাহরুখ স্যার খুব শান্ত থাকেন। তিনি জানেন, এখানে কারও ভুল নেই। ভক্তদের উচ্ছ্বাস মাত্র। তাই মাথা গরম করেন না।’