নির্বাচনী আচারণবিধি ভঙ্গ করে ফেনী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী এমপির নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার করতে দেখা গেছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে ধর্মপুর আমিন বাজারে নৌকার গণসংযোগ ও পথসভায় এলাকার আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ নিতে দেখা যায়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী নেতা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নূর উদ্দিন জাহাঙ্গীর। তিনি বলেন, এখন বিদ্যালয় বন্ধ। শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ নেই। প্রচারণায় যারা অংশ নিয়েছে সকলেই আমার নাতি-নাতনি এবং আত্নীয় স্বজন। তারা দলকে ভালোবেসে এসেছেন।
৩ শতাধিক শিক্ষার্থী আপনার আত্মীয়স্বজন কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রচারণায় স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়টি ভিত্তিহীন। আমাদের পরিবারের সঙ্গে এমপির পারিবারিক সম্পর্ক রয়েছে বিধায় অনেকে এসেছে।
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বিবি আয়েশা আক্তার সূবর্ণা বলেন, আমাদের ক্লাসে ১০০ এর মতো শিক্ষার্থী আছে। এরমধ্যে মেয়ে অল্প কয়েকজন আসলেও ছেলেরা সবাই এসেছে। আমাদের স্যাররা আসতে বলেছে সেজন্য বিদ্যালয় বন্ধ থাকলেও আমরা এসেছি।
তবে এ বিষয়ে বিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে কেউ এ বিষয়ে কিছু জানাননি।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, নির্বাচনে শিশুদের ব্যবহার আচারণবিধি লঙ্ঘন। এ বিষয়ে প্রার্থীদের আগেই অবগত করা হয়েছিল। নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার হয়েছে কিনা তা নির্বাচনী মনিটরিং টিম খতিয়ে দেখবে। এমন কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।