সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৬টির বা ৪৬ দশমিক ৩১ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বে লিজিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস রবিবার বে লিজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৫ দশমিক ২০ টাকা। অর্থাত্, গতকাল কোম্পানিটির শেয়ারদর ৩ দশমিক ২০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বে লিজিং ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে উত্তরা ফাইন্যান্সের ১০ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৯ দশমিক ৯৭ শতাংশ, বিডি থাই ফুডের ৯ দশমিক ৯৬ শতাংশ, ইউনিয়ন ইনসিওরেন্সের ৯ দশমিক ৯৩ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯ দশমিক ৯২ শতাংশ, ইয়াকিন পলিমারের ৯ দশমিক ৯১ শতাংশ, খুলনা পাওয়ারের ৯ দশমিক ৭৯ শতাংশ, খান ব্রাদার্সের ৮ দশমিক ৩৩ শতাংশ এবং ফার কেমিক্যালের শেয়ারদর ৭ দশমিক ৬২ শতাংশ বেড়েছে।