২০২২ সালের মার্চে শুরু হচ্ছে দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ। বৃহস্পতিবার সকালে অনলাইনে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি জানান, বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পাতাল রেল এবং নতুনবাজার থেকে পূর্বাচল পর্যন্ত ১১ দশমিক ৩৬ কিলোমিটার উডাল মেট্রোলেরের কাজ ২০২৬ সালে শেষ হবে। এই রুটে মোট ২১টি স্টেশন থাকবে। এই প্রকল্পে ব্যয় হবে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা।
এই রুটে প্রতিদিন ৮ লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন। বিমানবন্দর থেকে কমলাপুর যেতে সময় লাগবে ২০ মিনিট এবং নতুনবাজার থেকে পূর্বাচলে যেতে সময় লাগবে। অনুষ্ঠানে জানানো হয়, মেট্রোরেলের দিয়াবাড়ি থেকে আগারগাঁ অংশ আগামী বছর জুনের মধ্যে চালুর লক্ষ্যে কাজ চলছে। বর্তমানে টেস্ট ট্রাকে মেট্রোকোচের পরীক্ষামুলকভাবে চালানো হচ্ছে বলেও জানান তিনি।