পাবনার ভাঙ্গুড়া-অষ্টমনিষা রাস্তা থেকে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বিরুদ্ধে। স্থানীয়রা জানান, অষ্টমনিষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাজু সরদার ঝবঝবিয়া গ্রামের কাছে এলজিইডির রাস্তার পুরাতন মেহগুনি, লাটিম, খেজুর প্রভৃতি শ্রেণির ১০-১২টি গাছ কেটে ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
বিষয়টি এলজিইডি ও ইউনিয়ন চেয়ারম্যানকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। এ ঘটনায় স্থানীয় অধিবাসীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে রাস্তার নদীর পাশ থেকে গাছগুলো কাটার ফলে বৃষ্টি মৌসুমে মাটি ধসের আশঙ্কা দেখে দিয়েছে।
এ ব্যাপারে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাজু সরদার বলেন, রাস্তার ধারে তিনি কিছু কাঁঠাল গাছ লাগিয়েছেন। সেগুলো যাতে সঠিকভাবে বেড়ে ওঠে সেজন্য কয়েকটি গাছ কেটে বিক্রি করেছি। তবে গাছ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেননি বলেও জানান। অষ্টমনিষা ইউনিয়নের চেয়ারম্যান সুলতানা জাহান বকুল বলেন, সড়কের গাছ কেটে তিনি অন্যায় করেছেন।
উপজেলা প্রকৌশলী আফরোজা খাতুন গাছগুলো এলজিইডির দাবি করে বলেন, মঙ্গলবার দুপুরে ঘটনাটি শুনেছি। কেটে ফেলা গাছের ডাল-পালা ও কাঠের গুড়ি উদ্ধার করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে একজন উপসহকারী প্রকৌশলীকে মঙ্গলবার বিকালে অষ্টমনিষা পাঠানো হয়েছে বলে তিনি জানান।