আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চার সদস্য পদ এখনো শূন্য রয়েছে। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলামকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। দলের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে গতকাল সোমবার তাদের এই পদে মনোনয়ন প্রদান করেছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে দলের প্রেসিডিয়াম সদস্য ১৯ জন। এর মধ্যে মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন ও আবদুল মতিন খসরু মারা গেছেন। রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটনকে এর আগে প্রেসিডিয়াম সদস্য করা হয়।সোমবার (৭ ফেব্রুয়ারি) নতুন দুজনকে প্রেসিডিয়াম সদস্য করে পদসংখ্যা পূর্ণ করা হলো। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলাম দুজনই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এবার তাদের পদোন্নতি হলো। তবে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শূন্য চার পদ কবে পূরণ হবে তা এখনো অজানা। দলের গঠনতন্ত্রের ২৪ ধারার (২) বলা আছে, আওয়ামী লীগের কোনো কর্মকর্তার পদ শূন্য হইলে কার্যনির্বাহী সংসদ উক্ত পদ শূন্য হওয়ার ৬০ দিনের মধ্যে কো-অপ্ট বা মনোনয়ন দ্বারা উক্ত শূন্য পদ অবশ্যই পূরণ করিবে।
২০১৯ সালের ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অধিবেশনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আংশিক কমিটি ঘোষণা করা হয়। তাতে নবম বারের মতো সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয় বারের মতো পুনর্নির্বাচিত হন ওবায়দুল কাদের। দলের কাউন্সিলে সভানেত্রী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর পূর্ণাঙ্গ কমিটি গঠনে দলীয় সভানেত্রীর ওপর ক্ষমতা অর্পণ করেন কাউন্সিলররা। এর কয়েক দিন পর ২৬ ডিসেম্বর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তখন ধর্ম এবং শিল্প ও বাণিজ্য সম্পাদকসহ চারটি পদ ফাঁকা রাখা হয়েছিল।
২১তম জাতীয় কাউন্সিলে দেওয়া ক্ষমতাবলে এই দুই জনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মনোনয়ন দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুন। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের দুটি পদ শূন্য হয়। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণে দলের কেন্দ্রীয় সদস্য সিলেট সিটির সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান মারা যান। অন্যদিকে ২০২০ সালের ২৫ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আরেক সদস্য সাবেক প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনও করোনায় আক্রান্ত হয়ে মারা যান। সোমবার দুই জনকে পদোন্নতি দিয়ে প্রেসিডিয়াম সদস্য করায় এখনো চারটি সদস্য পদ শূন্য রয়েছে।