আওয়ামী লীগের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতার কারণে সম্মেলনে নয়া কমিটি গঠনের সঙ্গে সঙ্গে দলটির সংসদীয় বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ড সংসদীয় আসনগুলোতে মনোনয়ন দেয়।
শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২২তম সম্মেলনে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেন।
তারা হলেন- শেখ হাসিনা (চেয়ারম্যান), আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মো. রাশিদুল আলম ও ডা. দীপু মনি।