বছরের প্রথম মাস স্বপ্নের মতো কাটিয়েছেন ভারতের ওপেনিং ব্যাটার শুভমান গিল। সীমিত ওভারের ম্যাচে তিনি বিধ্বংসী ব্যাটিং উপহার দিয়েছেন। জানুয়ারি মাসে তিনটি সেঞ্চুরিতে ১১৩.৪০ গড়ে গিল ৫৬৭ রান করেন। এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরি করেছেন এই উদীয়মান ব্যাটার। এবার তারই স্বীকৃতি পেয়েছেন গিল। দেশীয় সতীর্থ মোহাম্মদ সিরাজ ও নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে পেছনে ফেলে তিনি মাসসেরার খেতাব পেয়েছেন।
অন্যদিকে, নারী ক্রিকেটারদের মধ্যে মাসসেরা হয়েছেন ইংলিশ অধিনায়ক ও অলরাউন্ডার গ্রেস স্ক্রিভেন্স। তিনি ব্যাট-বলে সমান দক্ষতা দেখিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে রানার্স আপ করেছেন। একইসঙ্গে ২৯৩ রান ও ৯ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন।
সোমবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানুয়ারির সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করে।
শুভমান গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে ৯৭ বলে তিনি খেলেন ১১৬ রানের ইনিংস। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৪৯ বলে ১৯ চার ও ৯ ছক্কায় উপহার দেন ২০৮ রানের বিধ্বংসী ইনিংস। কিউইদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও করেন ৭৮ বলে ১১২। এছাড়া তিনটি টি-টোয়েন্টি ম্যাচে তিনি ৭৬ রান করেছেন।
মাসসেরা নির্বাচিত হওয়ায় বেশ রোমাঞ্চিত শুভমান গিল, ‘আইসিসি প্যানেল ও ভক্তদের ভোটে মাস সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হওয়ায় আমি রোমাঞ্চিত। জানুয়ারি আমার জন্য বিশেষ মাস ছিল। পুরস্কার জয় সেই উপলক্ষকে আরও স্মরণীয় করে তুলেছে।’
তবে একইসঙ্গে মাসসেরা লড়াইয়ে থাকা সিরাজ ও কনওয়েকেও তাদের ক্রিকেটে পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানান শুভমান।
এদিকে, সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে মেয়েদের সেরা হয়েছেন স্ক্রিভেন্স। এতে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি ও ফিবি লিচফিল্ডকে। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের এই অধিনায়ক তিন ফিফটিতে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ২৯৩ রান ও বল হাতে ৯ উইকেট নিয়েছেন।
মাসসেরা খেলোয়াড় নির্বাচনে বিবেচনায় শতকরা ৯০ ভাগ ভোটিং একাডেমির ভোট এবং বাকি ১০ ভাগ সমর্থকদের ভোট বিবেচনায় নেওয়া হয়। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ই-মেইলে ভোট দেন, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।