অভিষেকের পর ব্যাট হাতে কিউইদের হয়ে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন তিনি। ২৪ বছর বয়সী এই ব্যাটার আইসিসির মেগা টুর্নামেন্টে হাঁকিয়েছেন ৩টি শতক, বিশ্বকাপে যা রেকর্ড। এছাড়াও টুর্নামেন্টে তিনি ছিলেন চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক, করেছিলেন ৫৭৮ রান।
দারুণ পার্ফম্যান্সের কারণেই ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রবীন্দ্র। ভারতের যশস্বী জয়সোয়াল, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজি ও শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কাকে হারিয়ে এই পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি।
এদিকে নারীদের ক্রিকেটে এই পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড। এই পুরস্কার পাওয়ার দৌড়ে বাংলাদেশের মারুফা আক্তারের সঙ্গে আরও ছিলেন ইংল্যান্ডের লরেন বেল ও স্কটল্যান্ডের ডার্সি কার্টার।