ইস্কিমিক স্ট্রোক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতা ও রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
তবে তার অবস্থা এখনো সংকটাপন্ন। স্বাভাবিক হতে আরও অন্তত দেড় মাস সময় লাগবে। শনিবার সন্ধ্যায় মোবাইলফোনে এ তথ্য জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল।
তিনি বলেন, খুকুমনিকে আইসিইউতে রাখা হয়েছিল। তার জ্বর ও অন্য অসুবিধাগুলো এখন নেই। তাই তাকে ৭ নম্বর নিউরো মেডিসিন বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে রেড ক্রিসেন্টের মেয়েরা তার সেবাযত্ন করছে।
ডা. আবু হেনা বলেন, খুকুমনির স্ট্রোকটা অনেক বড় স্ট্রোক। এটি থেকে তার ফিরে আসতে অন্তত দেড় মাস সময় লাগবে। আগের মতোই এখনো তার অবস্থা সংকটাপন্ন। আল্লাহ যদি চান, নতুন করে আর কোনো স্ট্রোক না হলে দেড় মাস পর তিনি কথা বলতে পারবেন বলে আশা করছি। এসব চিকিৎসা একটু বেশি সময় লাগে। স্বাভাবিকভাবেই তার চিকিৎসা চলছে।
গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় খবরের কাগজ বিক্রি করার জন্য হাঁটতে হাঁটতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খুকি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নগর স্পেশাল ব্র্যাঞ্চের কনস্টেবল শফিকুর আলম সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে রামেক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে খুকি দুদিন ধরে কোনো বিছানা পাননি।
হাসপাতালের বারান্দায় তার চিকিৎসা চলছিল। এরপর ১৯ ডিসেম্বর সন্ধ্যায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের স্ত্রী শাহীন আকতার রেণী তার সঙ্গে দেখা করতে যান। তিনি খুকির চিকিৎসার খোঁজ-খবর নেন এবং বেডের ব্যবস্থা করেন। তবে খুকির দেখাশোনার কেউ না থাকায় ও তার যত্নের কারণে ২২ ডিসেম্বর সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়। সেখান থেকে আজ বিকেলে তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
দিল আফরোজ খুকি রাজশাহী মহানগরীর একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা। বয়স প্রায় ৬২। দিনভর পরিশ্রম করে অনেক কষ্টে জীবনযাপন করেন তিনি। আবার তার উপার্জিত অর্থ থেকে বিভিন্নজনকে সহায়তাও দেন খুকি। ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় খুকির জীবন-সংগ্রামের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন খুকির পাশে দাঁড়ান। ২০২০ সালে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পান দিল আফরোজ খুকি।