সবশেষ তিনটি আইসিসি ট্রফি থেকে পাকিস্তান শুধু যে খালি হাতে ফিরেছে তাই নয়, বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। এর সবশেষ দৃষ্টান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ৮ দলের টুর্নামেন্টে মোহাম্মদ রিজওয়ানের দলের অবস্থান ছিল সপ্তম। প্রাইজমানিও পেয়েছে সবচেয়ে কম। এদিকে আসন্ন নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে অধিনায়ক রিজওয়ান ও বাবর আজমকে ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াড সাজানো হয়েছে।
যেখানে অধিনায়ক সালমান আলী আঘা। দলের সহ-অধিনায়ক করা হয়েছে শাদাব খানকে। তিনি আবার দীর্ঘদিন ধরে ফর্মে নেই। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আফ্রিদি, তার ভাষ্যে কীসের ভিত্তিতে শাদাবকে দলে ফেরানো হলো।
আফ্রিদি বলেন, ‘শাদাবকে কীসের ভিত্তিতে দলে ফেরানো হলো? ঘরোয়া ক্রিকেটে কি এমন পারফরম্যান্স আছে ওর আবার দলে নেওয়ার মতো। প্রতিবার প্রস্তুতি নিয়ে কথা বলি। আইসিসি ইভেন্টে খারাপ করি। এরপর বলি সার্জারি লাগবে। বিষয়টা হলো পাকিস্তান ক্রিকেট আইসিইউতে আছে, ভুল সব সিদ্ধান্তের জন্য।’
পিসিবির ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বোর্ডের সিদ্ধান্ত ও পলিসিতে কোনো ধারাবাহিকতা নেই। বারবার অধিনায়ক পরিবর্তন, কোচ পরিবর্তন, কখনও খেলোয়াড়। দিনশেষে বোর্ড কর্মকর্তাদের জবাবদিহিতা কোথায়? কোচ ও অধিনায়কের ওপর সবসময় খড়গ ঝুলতে থাকলে কীভাবে আমাদের ক্রিকেট এগিয়ে যাবে?’