টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর প্রায় তিন সপ্তাহ আগে অঘটন দেখে ফেলল ক্রিকেট দুনিয়া। গতকাল শুক্রবার ডাবলিনে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। এদিন নিজের ১১৫তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামেন বাবর। এর মধ্যে পাকিস্তানকে তিনি ৭৭ ম্যাচেই নেতৃত্ব দিয়েছেন।
যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড। এছাড়া আইরিশদের বিপক্ষে ডাবলিনে ৪৩ বলে ৫৭ রানের ইনিংস খেলেন বাবর আজম। আর তাতে বিরাট কোহলিকে স্পর্শ করে ৩৮ অর্ধশতকের মাইলফলক গড়েন।
তবে সব ছাপিয়ে কাঠগড়ায় দাঁড়িয়েছে বাবরের মন্থর ব্যাটিং। শুধু তার নয় গোটা পাকিস্তানের ব্যাটিং অর্ডার নিয়েই উঠছে প্রশ্ন। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান মনে করেন, এ যুগে এসে এমন ব্যাটিং দলকে জেতানোর জন্য যথেষ্ট নয়।
ইউনিস খান বলেন, ‘২০০ রান করলে একটা দল ম্যাচ বাঁচানোর পরিস্থিতিতে থাকতে পারে, কিন্তু ১৭০ রান এখন আর যথেষ্ট নয়।’
বর্তমান ক্রিকেটে আগ্রাসী ব্যাটিংয়ের বিকল্প নেই, জানিয়ে ইউনিস বলেন, ‘বাবর, ফখর, রিজওয়ানকে আরও দ্রুত খেলতে হবে। এখন দ্রুত রান তোলার সময়, খেলোয়াড়দের আগ্রাসী ক্রিকেট খেলতেই হবে। অধিনায়ককে আউট অব দ্য বক্স চিন্তা করতে হবে। খেলোয়াড়দের তাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। প্রত্যেকের উচিৎ অধিনায়ককে সাজায্য করা। একজনের উপর দায় চাপালে হবে না।’