গত ৩১ মার্চ থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ তম আসরের লড়াই। এরমধ্যে সবগুলো দল সাতটি বা এর থেকে বেশি ম্যাচ খেলে ফেলেছে। ধীরে ধীরে প্লে-অফের দিকে এগোচ্ছে দলগুলো।
তবে অনেক ক্রিকেটারই রয়েছেন, যারা আইপিএলের নিলাম টেবিলে ঝড় তুলেও এখন পর্যন্ত খেলার সুযোগ পাননি। একনজরে দেখে নেওয়া যাক, এমন পাঁচ জন ক্রিকেটারকে।
চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘ দিন মাঠ কাঁপিয়েছেন এই পেসার। ২০২২ সালের নিলামে তাকে ৭.৭৫ কোটি টাকায় কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গত বছর দলের হয়ে ১২টি ম্যাচে খেলেছিলেন তিনি।
তবে চলতি আইপিএলে চোটের কারণে প্রথম সাতটি ম্যাচে খেলতে পারেননি তিনি। তার জায়গায় বিদেশি বোলার হিসেবে নিয়মিত খেলে যাচ্ছেন ডেভিড উইলি। গুঞ্জন আছে, লক্ষ্ণৌ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
কুইন্টন ডি’কক
জাতীয় দলের খেলা থাকায় লক্ষ্ণৌ দলে যোগ দিতে কিছুটা দেরি হয়েছিল ডি’ককের। তবে যোগ দেওয়ার পরও ৬.৭৫ কোটির এই প্রোটিয়া ক্রিকেটারকে এখনও মাঠে দেখা যায়নি। তার পরিবর্তে কাইল মায়ার্স প্রতি ম্যাচেই ভাল খেলার সুবাদে একাদশে নিয়মিত জায়গা করে নিয়েছেন। তাছাড়াও লক্ষ্ণৌর উইকেটরক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন নিকোলাস পুরান।
ম্যাথু ওয়েড
অজিদের এই উইকেটরক্ষক ব্যাটার গুজরাট টাইটান্সের হয়ে খেলেন। ২০২২ সালের নিলামে তাকে কেনা হয়েছিল ২.৪০ কোটি টাকায়। গেল বছর শুরুর দিকে বেশ কিছু ম্যাচে সুযোগ পেলেও, চলতি বছর ঋদ্ধিমান সাহা ভাল খেলায় ওয়েডের এখন পর্যন্ত একাদশে জায়গা হয়নি।
জো রুট
আইপিএলে এক কোটি টাকায় তাকে কিনেছিল রাজস্থান রয়্যালস। তবে রুটকে একটি ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি। মূলত ধীর গতির মনোভাবের জন্যই তিনি একাদশে জায়গা পাচ্ছেন না, দাবি বিশেষজ্ঞদের।
লুনগি এনগিডি
চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ খেলার পর ২০২২ সালের নিলামে তাকে ৫০ লক্ষে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। তবে এখন পর্যন্ত দিল্লির জার্সি পরে মাঠে নামার সুযোগ হয়নি তার।