আইপিএলে ২২ হ্যাটট্রিক!

আইপিএলে নিজেদের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন গুজরাট টাইটান্সের রশিদ খান। নিজের চতুর্থ ওভারে ম্যাচের রং বদলে দিয়ে পর পর তিন বলে আউট করেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও শার্দুল ঠাকুরকে।

তবে আইপিএলের ইতিহাসে রশিদের হ্যাটট্রিকই প্রথম নয়। রোববারের আগে ২১ বার হ্যাটট্রিক হয়েছে আইপিএলের মঞ্চে।

আইপিএলে সর্বপ্রথম হ্যাটট্রিক হয়েছিল ২০০৮ সালে। সেবার প্রথম বছরেই তিনটি হ্যাটট্রিক হয়েছিল। প্রথমটি লক্ষ্মীপতি বালাজির। এরপর অমিত মিশ্র দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে হ্যাটট্রিক করেছিলেন ডেকান চার্জার্সের বিপক্ষে। তার ঠিক তিন দিন পর ১৮ মে ইডেনে পাঞ্জাবের হয়ে হ্যাটট্রিক করেছিলেন কলকাতা নাইট রাইডার্স ম্যাচে।

পরের বছরের আইপিএলেও তিনটি হ্যাটট্রিক হয়েছিল। ২০০৯ সালের ১ মে পাঞ্জাবের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে হ্যাটট্রিক করেন যুবরাজ সিং। পাঁচ দিন পর ৬ মে ডেকানের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রোহিত শর্মা। আর ১৭ মে আবার হ্যাটট্রিক করেছিলেন যুবরাজ। প্রতিপক্ষ ছিল ডেকান চার্জার্স। ২০১০ সালে একটিই হ্যাটট্রিক হয়েছিল। ২০১১ সালের আইপিএলেও হয়েছিল একটি হ্যাটট্রিক। ২১ মে ডেকানের অমিত হ্যাটট্রিক করেছিলেন পাঞ্জাবের বিপক্ষে। ২০১২ সালে একমাত্র হ্যাটট্রিকটি করেন রাজস্থানের অজিত চান্ডিলা। ১৩ মের সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া।

এরপর ২০১৩ সালে একাধিক হ্যাটট্রিক হয়েছিল। কলকাতার সুনীল নারাইন পাঞ্জাবের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ১৬ এপ্রিল। পরের দিনই অর্থাৎ ১৭ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে পুনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন অমিত। ২০১৪ সালেও জোড়া হ্যাটট্রিক হয়েছিল আইপিএলে। প্রথমটি ৫ মে প্রবীণ তাম্বে রাজস্থানের হয়ে কলকাতার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। দ্বিতীয়টিও রাজস্থানের। শেন ওয়াটসন হ্যাটট্রিক করেছিলেন হায়দ্রাবাদের বিপক্ষে।

তবে ২০১৫ সালের আইপিএলে কোনও হ্যাটট্রিক হয়নি। ২০১৬ সালে হয়েছিল একটি হ্যাটট্রিক। ২০১৭ সালে আবার তিনটি হ্যাটট্রিক হয়েছিল। সে বার একই দিনে হয়েছিল দুইটি হ্যাটট্রিক। ১৪ এপ্রিল স্যামুয়েল বাদ্রি ব্যাঙ্গালুরুর হয়ে মুম্বাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। সে দিনই অন্য ম্যাচে অ্যান্ড্রু টাই গুজরাটের হয়ে রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। ৬ মে পুনের জয়দেব উনাদকাট হ্যাটট্রিক করেছিলেন হায়দ্রাবাদের বিপক্ষে। ২০১৮ সালের আইপিএলে কোনও হ্যাটট্রিক হয়নি।

আর ২০১৯ সালে হয়েছিল দুইটি হ্যাটট্রিক। ১ এপ্রিল পাঞ্জাবের হয়ে সাম কারান পাঞ্জাবের হয়ে দিল্লির বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। ৩০ এপ্রিল রাজস্থানের হয়ে বেঙ্গালুরুর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন শ্রেয়াস গোপাল। ২০১৮ সালের আইপিএলেও কোনও হ্যাটট্রিক হয়নি। ২০২১ সালে একটি হ্যাটট্রিক হয়েছিল। ২৬ সেপ্টেম্বর ব্যাঙ্গালুরুর হয়ে মুম্বাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন হার্ষল প্যাটেল। ২০২২ সালেও একটি হ্যাটট্রিক হয়েছিল। গত বছর ১৮ এপ্রিল রাজস্থানের হয়ে কলকাতার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন যুজবেন্দ্র চাহাল। আর সবশেষ গত রোববার কলকাতার বিপক্ষে গুজরাটের হয়ে রশিদের হ্যাটট্রিক আইপিএলের ২২তম।

উল্লেখ্য, আইপিএলে একাধিক বার হ্যাটট্রিক করার নজির রয়েছে দুইজনের। অমিত তিনবার ও যুবরাজ দুইবার হ্যাটট্রিক করেছেন। সবশেষ ১৯তম ক্রিকেটার হিসেবে আইপিএলে হ্যাটট্রিক করলেন আফগান স্পিনার রশিদ খান।

 

Related Posts

Next Post

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.