ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এই মৌসুমে সবার আগে প্লে-অফ পর্বের টিকিট নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবেই শেষ চারে উঠেছে দুইবারের চ্যাম্পিয়নরা। প্লে-অফে দ্বিতীয় দল হিসেবে তাদের সঙ্গী হয়েছে রাজস্থান রয়্যালস।
তৃতীয় দল হিসেবে প্লে-অফের টিকিট কেটেছে সানরাইজার্স হায়দরবাদ। বৃহস্পতিবার রাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে অরেঞ্জ আর্মিদের ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে গেছে। দুই দলই পেয়েছে সমান এক পয়েন্ট করে। শেষ চারে যেতে হায়দরাবাদের জন্য এই এক পয়েন্টই যথেষ্ট হয়ে গেল।
১৯ পয়েন্ট শীর্ষে থাকা কলকাতার। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রাজস্থান। তিনে থাকা হায়দরবাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। ১৪ পয়েন্ট নিয়ে চারে আছে চেন্নাই সুপার কিংস। চারটি দলই সমান ১৩টি করে ম্যাচ খেলেছে। ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে আছে দিল্লি ক্যাপিটালস। তাদের পেছনে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (১২) ও লখনৌ (১২)।
দলগুলোর মধ্যে দিল্লি কেবল ১৪ ম্যাচ খেলে ফেলেছে। বাকিদের ম্যাচ আছে একটি করে। যা মহাগুরুত্বপূর্ণ। আজ রাতে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ান্টস। প্রথম দলটি ছিটকে গেছে আগেই। তবে লখনৌর কিছুটা সুযোগ আছে। সেটি অবশ্য বাস্তবে নয়, কাগজে কলমে।
দেখে নেওয়া যাক প্লে-অফ পর্বের জন্য কোন দলের সামনে কী সমীকরণ অপেক্ষা করছে:
চেন্নাই সুপার কিংস: আগামীকাল শনিবার ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে চেন্নাই। এই ম্যাচে চেন্নাই জিতলে কোনো সমীকরণে যেতে হবে না। সরাসরি টিকিট পাবে তারা। ব্যাঙ্গালুরু, রাজস্থান এবং হায়দরাবাদ হারলে টেবিলের দ্বিতীয় দল হওয়ারও সুযোগ আছে চেন্নাইয়ের।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: আগামীকাল শনিবার ব্যাঙ্গালুরুকে শেষ ম্যাচে জিততে হবে চেন্নাইয়ের বিপক্ষে। সেই জয়েও রয়েছে শর্ত। কোহলি-ডু প্লেসিদের জিততে হবে ১৮ রানের ব্যবধানে কিংবা ১৮.১ ওভারের মধ্যে। (প্রথম ইনিংস ২০০ রান হিসেবে ধরে)।
সানরাইজার্স হায়দরাবাদ: তৃতীয় দল হিসেবে প্লে-অফে উঠেছে তারা। শেষ ম্যাচ জিতলে দ্বিতীয় সেরা দল হতে পারবে হায়দরাবাদ। তবে সেক্ষেত্রে শেষ ম্যাচে হারতে হবে রাজস্থানকে।
লখনৌ সুপার জায়ান্টস: ব্যাঙ্গালুরুর মতো ১৩ ম্যাচে ১২ পয়েন্ট লখনৌর। কিন্তু রান রেটে অনেক পিছিয়ে আছে লখনৌ। টুর্নামেন্টে টিকে থাকতে আজ অলৌকিক ব্যবধানে জিততে হবে তাদের। পাশাপাশি হারতে হবে চেন্নাইকে।
দিল্লি ক্যাপিটালস: ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের। কিন্তু রান রেটে খুবই শোচনীয় অবস্থা দিল্লির। তাদের আর কোনো ম্যাচ নেই। দিল্লির বিদায়ও একরকম নিশ্চিত হয়ে আছে। অবিশ্বাস্য কিছু সমীকরণ মিললে তবেই প্লে অফের টিকিট মিলবে। যদিও এমন আশা না রাখাই ভালো।