শুধু ছয় ভেন্যুতে পুরো আইপিএল আয়োজনের সিদ্ধান্ততে আপত্তি তুলেছে রাজস্থান রয়ালস, পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। খবর ক্রিকবাজের। সাম্প্রতিক এক রিপোর্টে ক্রিকবাজই জানিয়েছিল, বিসিসিআই ক্লাস্টার/ ক্যারাভান ফরম্যাটে চেন্নাই, ব্যাঙ্গালোর, কলকাতা, দিল্লি, মুম্বাই ও আহমেদাবাদে এবারের আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে ঘরের মাঠের সুবিধা পাবে না ওপরে উল্লিখিত তিনটি দল।
নাম প্রকাশে অনিচ্ছুক এই তিন ক্লাবের একটির সঙ্গে সম্পর্কিত এক জন কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছে, ‘(এই সিদ্ধান্তে) আমরা তিন দল বাজেভাবে প্রভাবিত হব। যারা ঘরের মাঠে ভালো খেলে, তারাই লিগে ভালো করে। ঘরের মাঠে পাঁচ-ছয়টা ম্যাচ জিতে প্রতিপক্ষ মাঠে কয়েকটা ম্যাচ জিতলেই প্লে-অফে জায়গা পাওয়া যায়। বাকি পাঁচ দল ঘরে খেলার সুবিধাটা পাবে। আর আমাদের সব ম্যাচই হবে প্রতিপক্ষ মাঠে।’