চলতি বছরের প্রথম ছয় মাসে জনপ্রিয় সিরিজের একটি তালিকা প্রকাশ করেছে চলচ্চিত্রের সবচেয়ে বড় অনলাইন তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)। ১০টি সিরিজের এই তালিকায় প্রতিবেশী দেশ ভারতের একটি ওয়েব সিরিজ রয়েছে।
রাজ ও ডিকের ‘ফরজি’ দিয়ে প্রথমবার ওয়েব সিরিজে নাম লেখান শহীদ কাপুর। সিরিজটি ভারতের বাইরেও ব্যাপক জনপ্রিয়তা পায়। এর রেটিং ৮.৪, ভোট দিয়েছেন ৩৫ হাজার দর্শক। গত ছয় মাসে জনপ্রিয় সিরিজের তালিকার দুইয়ে রয়েছে ‘ফরজি’। শহীদ ছাড়াও এতে অভিনয় করেছেন রাশি খান্না, বিজয় সেতুপতি।
বাফটা মনোনয়ন পাওয়া সিরিজ ‘কাঙ্ক অন আর্থ’ বিবিসিতে মুক্তি পায় চলতি বছরের ৩১ জানুয়ারি। ফিলোমেনা কাঙ্ককে ঘিরে এই মকডকুমেন্টারি সিরিজটি এগিয়েছে, বড় বড় সব উদ্ভাবন নিয়ে বিশেষজ্ঞদেরও যে কঠিন প্রশ্নের মুখে ফেলে দেয়। সিরিয়াস বিষয় নিয়ে মজার ছলে নির্মিত সিরিজটি দর্শকেরা বেশ পছন্দ করেছেন। এটির আইএমডিবি রেটিং ৮.১, ভোট দিয়েছেন ১৮ হাজার দর্শক। গত ছয় মাসে মুক্তি পাওয়া সিরিজগুলোর মধ্যে এটি রয়েছে ৫ নম্বরে।
চলতি বছর মুক্তি পাওয়া নেটফ্লিক্সের ১০ পর্বের সিরিজ ‘বিফ’ দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। ৯৪ হাজার মানুষের ভোটে সিরিজটির গড় রেটিং ৮.১। সিরিজটি এবার এমিতে ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছে। অদ্ভুত দুই ব্যক্তি হঠাৎ পথের মধ্যে গাড়ি নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে, একে অন্যকে ধাওয়া করে—এই নিয়ে এগিয়ে চলে সিরিজের গল্প। সিরিজটি এপ্রিলে মুক্তি পেয়েছে। যা তালিকায় ৪ নম্বরে রয়েছে।
অ্যামাজন ফ্রিভিতে মুক্তি পাওয়া আট পর্বের সিরিজ ‘জুরি ডিউটি’। এটি তালিকায় তিন নম্বরে রয়েছে। যুক্তরাষ্ট্রের একটি চলমান মামলার শুনানি নিয়ে এগিয়ে চলে সিরিজের গল্প। হঠাৎ গুঞ্জন ওঠে, এই মামলা পুরোটাই ভুয়া। রোল্যান্ড নামে এই সিরিজের রেটিং ৮.৩। জুরি ডিউটি ২৫ হাজারের বেশি ভোট পেয়েছে।
চলতি বছরের এমিতে ২৫টি মনোনয়ন বাগিয়েছে এইচবিওর সিরিজ ‘দ্য লাস্ট অব আস’। বিশ্বের ৪ লাখ ৩৫ হাজার দর্শকের ভোটে এটির রেটিং ৮.৮। দেড় হাজারের বেশি সমালোচক সিরিজটির রিভিউ দিয়েছেন, যার ৯০ ভাগই ইতিবাচক।সিরিজটি তালিকার ১ নম্বরে রয়েছে।
সিনেমায় উঠে এসেছে গল্প, নির্মাণ, অভিনয় ও শুটিং লোকেশনের প্রশংসা। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ও ড্রামা জনরার এই সিরিজের পটভূমি মহামারি–পরবর্তী অবস্থা। গল্পে দেখানো হয়েছে, মহামারির কারণে ধ্বংসের পথে একটি সভ্যতা। এর মধ্যে বেঁচে থাকা কিছু মানুষ পরিবারের কাছে ফেরার চেষ্টা করে। কিন্তু নানা বাধার মুখে পড়তে থাকে তারা। গ পর্ব শেষে দারুণ চমক পরবর্তী পর্ব নিয়ে আগ্রহ আরও বাড়িয়ে তোলে। চলতি বছরের সেরা সিরিজ ব্রুস স্ট্র্যালি ও নেইল ড্রাকম্যানের দ্য লাস্ট অব আস। অনুমিতভাবেই আইএমডিবির তালিকার শীর্ষে রয়েছে এটি। সেরা ১০ ‘র তালিকায় অন্য পাঁচটি সিরিজ হলো ‘সাইলো’, ‘ডেইজি জোন্স অ্যান্ড দ্য সিক্স’, ‘শ্রিংকিং’, ‘দ্য ডিপ্লোম্যাট’ ও ‘পোকার ফেস’।