টেস্ট ক্রিকেটে ভারতীয়দের আধিপত্য নতুন কিছু নয়। দলীয় পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত দিক দিয়ে বাকিদের টক্কর দিচ্ছে ভারত। কয়েকদিন আগেই আইসিসির বোলারদের তালিকায় এক নম্বরে উঠে এসেছিলেন ৪০ বছরের জেমস অ্যান্ডারসন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এই সিরিজে চলাকালীন অ্যান্ডারসনকে সরিয়ে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার এখন তিনিই।
৮৬৪ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে শীর্ষ থেকে সরিয়ে দিয়েছেন এবং প্রথমবার ২০১৫ সালে এই তালিকায় ১ থাকার আট বছর পর আবারও আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন অশ্বিন।
ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভারত। তৃতীয় টেস্টে দলের ব্যাটিং বিপর্যয়ের দিনই এল সুখবর। নতুন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ফের বাড়ল ভারতীয় ক্রিকেটারদের দাপট। দলীয় র্যাঙ্কিংয়ের পাশাপাশি ব্যক্তিগত দিক থেকেও বাকিদের টক্কর দিচ্ছে ভারত।
দিল্লিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে ভারতের জয়ে বড় অবদান ছিল অশ্বিনের। দিল্লিতে মোট ছয়টি উইকেট নিয়েছিলেন তিনি। অজিদের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার শীর্ষ পাঁচ ব্যাটারের মধ্যে তিনজনকেই প্যাভিলিয়নে পাঠান তিনি। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে এক ওভারে মারনাস লাবুশেন এবং স্টিভেন স্মিথকে ফিরিয়েছিলেন অশ্বিন। দিল্লির সেই পারফরম্যান্সই অশ্বিনকে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরিয়ে দিল।
অপরদিকে অশ্বিনের পাশাপাশি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রবীন্দ্র জাদেজারও। দিল্লিতে দ্বিতীয় টেস্টে জাদেজা দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ১০ উইকেট। বোলারদের র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন তিনি। অলরাউন্ডাদের র্যাঙ্কিংয়ে ৪৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন জাদেজা। ৩৭৬ পয়েন্ট নিয়ে অশ্বিন তার একধাপ পিছনে রয়েছেন। অলরাউন্ডারদের তালিকার প্রথম পাঁচে রয়েছেন আরও এক অলরাউন্ডার অক্ষর প্যাটেল।