শেরেবাংলা একে ফজলুল হকের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ মরহুমের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার বিকালে সংগঠনের প্রধান উপদেষ্টা ও শেরেবাংলা একে ফজলুল হকের দৌহিত্র সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সুপ্রিমকোর্টের বিচারপতি এসএম মজিবুর রহমান। অনুষ্ঠান উদ্বোধন করেন পুলিশের সাবেক আইজি একেএম শহিদুল হক, প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. কামালউদ্দিন আহম্মেদ, মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাপের মহাসচিব ও কলাম লেখক এম গোলাম মোস্তফা ভূঁইয়া।
স্বাগত বক্তব্য দেন শেরেবাংলা গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের মহাসচিব আরকে রিপন। অনুষ্ঠানে অতিথি এবং আয়োজক সংগঠনের পক্ষ থেকে অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১ সম্মাননাপত্র, ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয় যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদকে। এছাড়া নারী উদ্যোক্তা, যুব সংগঠক, শিক্ষা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সারা দেশের ৪০ জনকে শেরেবাংলা একে ফজলুল হক সম্মাননা পদক প্রদান করা হয়।