বাংলাদেশে উচ্চ রক্তচাপের ঝুঁকি হ্রাস করতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিককে এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করেছে ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগ (আন্তর্জাতিক সংস্থা)। দেশে উচ্চ রক্তচাপ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি ও রোগটি নিয়ন্ত্রণে কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরস্কার দিয়েছে সংস্থাটি।
এতে আরও বলা হয়, বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার পথিকৃত ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি ব্রিগেডিয়ার মালিক দীর্ঘদিন ধরে বাংলাদেশে উচ্চ রক্তচাপ ও অন্যান্য হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিরন্তর কাজ করে যাচ্ছেন। গণমুখী সেমিনার, ফ্রি হাইপারটেনশন ক্লিনিক, সচেতনতামূলক লিফলেট, পোস্টার, ব্যানার প্রদর্শন, আলোচনা অনুষ্ঠান, বৈজ্ঞানিক সেমিনারসহ নানাবিধ উপায়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ দেশব্যাপী উচ্চ রক্তচাপ ও অন্যান্য হৃদরোগ বিষয়ে সচেতনতা ও নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
বর্তমানে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি কন্ট্রোল প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এবং রেসল্ভে টু সেভ লাইভস ইউসের সহযোগিতায় সিলেট বিভাগের এবং কিশোরগঞ্জ ও জামালপুরের ৫৪টি উপজেলায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব কয়টি উপজেলায় এই কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।