কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্নেক আইল্যান্ডে অস্ত্র নিয়ে যাওয়ার পথে রাশিয়ার একটি জাহাজ ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে গেছে। ইউক্রেনের একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভ্যাসিলি বেচ নামে রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিটের জাহাজটিতে শুক্রবার ডেনমার্কের দেওয়া মিসাইল দিয়ে হামলা চালিয়েছিল ইউক্রেন।
এ ব্যাপারে ওডেসার সামরিক গভর্নর ম্যাক্সিম মার্চেনকো তার টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও বিবৃতিতে বলেছেন, জাহাজটি যে ডুবে গেছে তা পরে জানতে পেরেছেন।
যদিও রুশ কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেননি। তবে ল্যান্ডিং শিপ সারাতোভ এবং ফ্ল্যাগশিপ মিসাইল ক্রুজার মস্কভা ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল মস্কো।