উত্তর কোরিয়ার প্রধান অস্ত্র কারখানাগুলো পরিদর্শন করেছেন দেশটির নেতা কিম জং উন। এসব কারখানায় আর্টিলারি ব্যবস্থা ও পারমাণবিক অস্ত্র ছুঁড়তে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য উৎক্ষেপণ যান তৈরি করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভয়েস অব আমেরিকা।
রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, কিম জং উন সামরিক বাহিনীর অস্ত্র এবং যুদ্ধ প্রস্তুতিকে এগিয়ে নেয়ার প্রচেষ্টা ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন।
খবরে বলা হয়, শনিবার পর্যন্ত অস্ত্র কারখানা পরিদর্শন করেন কিম। তার তিন দিনের পরিদর্শন এমন এক সময় অনুষ্ঠিত হলো, যখন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় এই মাসের শেষের দিকে সম্মিলিত সামরিক মহড়ার পরবর্তী দফা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
কিছু বিশেষজ্ঞ বলেছেন, কিমের অস্ত্র কারখানা পরিদর্শন, মস্কোর প্রতি সম্ভাব্য সামরিক সহযোগিতার সাথে সম্পর্কিত হতে পারে। এই সহযোগিতায়, উত্তর কোরিয়ার গোলন্দাজ এবং অন্যান্য গোলাবারুদ সরবরাহ প্রক্রিয়ার সাথে জড়িত থাকতে পারে।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, বড় আকারের আর্টিলারি সিস্টেম উৎপাদনকারী একটি কারখানা পরিদর্শনকালে কিম তার সামরিক বাহিনীর ‘যুদ্ধ প্রস্তুতি’ আরও জোরদার করার ওপর জোর দেন। কারখানাটি কোথায় অবস্থিত তা স্পষ্ট নয়।
উত্তর কোরিয়া ইউক্রেন-যুদ্ধে রাশিয়াকে সমর্থন করছে। দেশটি জোর দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর ‘আধিপত্যবাদী নীতি’ মস্কোকে তার নিরাপত্তা স্বার্থ রক্ষায় সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করেছে।
তবে, ইউক্রেন-যুদ্ধে সহায়তা করার জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে বলে পিয়ংইয়ং-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে অভিযোগ করছে, উত্তর কোরিয়া তা অস্বীকার করেছে।