শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে মার্চেন্টপট্রি এলাকার দোকান থেকে ৮-১০ জনের মুখোশধারী দুর্বৃত্ত সিবু বণিককে অপহরণ করে ট্রলারযোগে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী এবং দোকানের কর্মচারী তাপস ও শংকর জানান, সিবু বণিক প্রতিদিনের মতো দোকানের শার্টার টেনে ভেতরে বসে টাকা গণনা করছিলেন। এ সময় ৮-১০ জনের মুখোশধারী দুর্বৃত্ত দোকানের সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে এবং তাদের দুজনকে (তাপস ও শংকর) বেঁধে ফেলে। এরপর দুর্বৃত্তরা পাঁচ লাখ টাকাসহ সিবু বণিককে মুখ বেঁধে দোকানের পেছনের দরজা দিয়ে একটি ট্রলারে তুলে পূর্ব দিকে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে যায়। সিবু বণিক দীর্ঘ ৫০ বছর ধরে কালাইয়া বন্দরে মুদি ও মনোহরীর পাইকারি ব্যবসা করে আসছিলেন.
বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে উনাকে (সিবু বণিক) নিয়ে গেছে। আমরা নদীপথে পুলিশ ও নৌপুলিশ অভিযানে বের হয়েছি। উদ্ধারের চেষ্টা চলছে।