বলিউড বাদশা শাহরুখ খানের কোনো সিনেমা অস্কার দৌড়ে নেই। তারপরও তিনি অস্কার ছুঁতে চান। সম্প্রতি এমনই আবদার করে বসেন কিং খান।
মঙ্গলবার (১০ জানুয়ারি) শাহরুখের আসন্ন সিনেমা ‘পাঠান’ সিনেমার ট্রেলার মুক্তি পায়। টুইটারে এই ছবির সাফল্য কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠান ‘আরআরআর’ অভিনেতা রাম চরণ। তাকে ধন্যবাদ জানিয়ে শাহরুখ লেখেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ। যখন তোমরা অস্কার নিয়ে দেশে আসবে, আমাকে ছুঁয়ে দেখতে দিও।’ ২০২৩-এর অ্যাকাডেমি পুরস্কারে সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে মনোনয়নের সম্ভাব্য তালিকায় রয়েছে ‘আরআরআর’।
‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ গোল্ডেন গ্লোবে সেরার পুরস্কার জেতায় ফের টুইট করেন শাহরুখ। সকাল থেকে নাকি ‘নাটু নাটু’র তালেই নাচছেন তিনি। ‘পাঠান’ অভিনেতা টুইটে লেখেন, “সকালে উঠেই এই ভালো খবরটা পেলাম, তারপর থেকে ‘নাটু নাটু’র ছন্দেই দুলছি।’’
এসআরকের পোস্টের পাল্টা জবাব দেন ‘আরআরআর’ পরিচালক এস এস রাজামৌলি। ‘পাঠান’-এর জন্য অগ্রিম শুভকামনা জানান শাহরুখকে।
প্রসঙ্গত, আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখ-দীপিকা জুটির ‘পাঠান’ সিনেমাটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। ছবিটি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে।