প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, প্রবাসীদের আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ করে দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক ও রাজনৈতিক বিবেচনায় স্বল্প পরিসরে হলেও এই পদ্ধতিতে ভোট নিতে চায় নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণে এক কর্মশালা তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালায় নির্বাচন কমিশনসহ ২২টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের ৮০ জন প্রতিনিধি অংশ নেন। যারা প্রক্সি ভোট, অনলাইন ভোট ও পোস্টাল ভোটের বিষয়ে মতামত দেন।
উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেন, প্রবাসীদের ভোটের আওতায় আনা চ্যালেঞ্জিং, তবে আগামী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ।
সিইসি জানান, বাস্তবতা বিবেচনায় প্রবাসীদের ভোট দেয়ার চূড়ান্ত পদ্ধতি ও পরিধি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিশেষজ্ঞদের আজকের কর্মশালা থেকে সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ হবে আশা করি। যে পদ্ধতি আপনারা সাজেস্ট করবেন, সে অনুযায়ী আমরা উদ্যোগ নেবো। এরপরই পদ্ধতি নিয়ে একটা আর্কিটেকচার দাঁড় করানো হবে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, পোস্টাল ও অনলাইন ভোটিং পদ্ধতি এখানে তেমন কার্যকর হবে না। প্রক্সি ভোটিং পদ্ধতিই উপযোগী।
এর আগে কমিশন জানিয়েছিলো প্রবাসীদের ভোটের আওতায় আনতে হলে প্রক্সি ভোটেই যেতে হবে। প্রক্সি পদ্ধতির ভোটসহ তিনটি পদ্ধতি নিয়ে তখন থেকেই পর্যালোচনা চলছে।