স্বাগতিক জাপানকে টপকে টোকিও অলিম্পিকের পদক তালিকায় দুইয়ে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। শুরুতে চমক দেখানো স্বাগতিকরা আরও একদিন কাটিয়েছে সোনা জয় ছাড়া। ওই সুযোগে আগের দিনও শীর্ষে থাকা চীনের পরের অবস্থানটা দখলে নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন করে কোনো দেশ রোববার যুক্ত হয়নি পদক তালিকায়। দিনের সর্বোচ্চ চারটি সোনা জিতেছে অস্ট্রেলিয়া।
অলিম্পিকের পদক তালিকা-
* শুধু তিনটি সোনাজয়ী দেশগুলো
দেশ | সোনা | রুপা | ব্রোঞ্জ | মোট |
চীন | ২৪ | ১৪ | ১৩ | ৫১ |
যুক্তরাষ্ট্র | ২০ | ২৩ | ১৬ | ৫৯ |
জাপান | ১৭ | ৫ | ৯ | ৩১ |
অস্ট্রেলিয়া | ১৪ | ৩ | ১৪ | ৩১ |
রাশিয়া | ১২ | ১৯ | ১৩ | ৪৪ |
ব্রিটেন | ১০ | ১০ | ১২ | ৩২ |
ফ্রান্স | ৫ | ১০ | ৬ | ২১ |
দক্ষিণ কোরিয়া | ৫ | ৪ | ৮ | ১৭ |
ইতালি | ৪ | ৮ | ১৫ | ২৭ |
নেদারল্যান্ডস | ৪ | ৭ | ৬ | ১৭ |
জার্মানি | ৪ | ৪ | ১১ | ১৯ |
নিউজিল্যান্ড | ৪ | ৩ | ৪ | ১১ |
চেক প্রজাতন্ত্র | ৪ | ৩ | ১ | ৮ |
কানাডা | ৩ | ৪ | ৭ | ১৪ |
সুইজারল্যান্ড | ৩ | ৪ | ৫ | ১২ |
ক্রোয়েশিয়া | ৩ | ২ | ২ | ৭ |