ভারত – অষ্ট্রেলিয়া মহিলা দলের ঐতিহাসিক পিঙ্ক বা গোলাপি বল টেস্টে ডিআরএস সিস্টেমের অনুপস্থিতিকে কেন্দ্র করে নয়া বিতর্ক তৈরি হয়েছে। টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিংকে ভুল এলবিডব্লু আউট দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে অ্যালিসা হিলি বলেন গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ডিআরএসের ব্যবহার করা হলে খুশি হতেন। তবে অজি ক্রিকেট বোর্ডের মতে শেষ মুহূর্তে ম্যাচের ভ্যেনু বদলে যাওয়ায় ডিআরএসের ব্যবস্থা করা সম্ভব হয়নি।
ভারতীয় দলের স্মৃতি মান্ধানার শতরানে ভর করে ৩৭৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মিতালি। এরপর ভারতীয় পেসারদের দাপটে মাত্র ২৪১ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলে অষ্ট্রেলিয়া। অজি অধিনায়ক মেগ ল্যানিং ইনিংস ডিক্লেয়ার করবার পর চতুর্থ দিনে তিন উইকেটের বিনিময়ে ১৩৫ রান তুলে অষ্ট্রেলিয়ার সামনে জয়ের জন্যে ২৭২ রানের লক্ষ্য রাখে ভারতীয় দল। শেষদিন রান তাড়া করতে দুই উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৬ রান তোলেন মেগ ল্যানিংরা।