বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন কিছু গুরুত্বপূর্ণ সম্পদ এবার নিলামে বিক্রি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ভক্তদের জন্য স্বল্প মূল্যে সম্পদ কেনার লোভনীয় অফার দিয়েছেন তিনি।
অমিতাভের সিনেমার সই করা ডিজিটাল পোস্টার, রেকর্ড করা নিজস্ব কবিতা, ইত্যাদি নিলাম করবেন তিনি। তবে সরাসরি এসব জিনিস ক্রেতারা পাবেন না। নন-ফাঞ্জিবল রিটার্নস (এনএফটি) এর শর্তে কিনতে পারবেন সবাই। আজ সোমবার (১ নভেম্বর) এই নিলাম হবে।
যিনি এনএফটি কিনবেন, তিনি তার ইচ্ছানুসারে যত খুশি তা কপি বা শেয়ার করতে পারবেন। কিন্তু তা বিটকয়েন বা অন্য ক্রিপ্টোকারেন্সির মতো ব্যবহার করতে পারেন না।
অমিতাভের ‘শোলে’ সিনেমার এনএফটি অর্থাৎ পোস্টারসহ আরও কিছু জিনিসপত্র বিক্রি করবেন তিনি। সবকিছুর দাম ধরা হয়েছে সাড়ে নয় হাজার ডলার। বাবা হরিবংশ রায় বচ্চনের কাব্য ‘মধুশালা’ পাঠ করে তা রেকর্ডও করেছেন অমিতাভ।
তবে সেই রেকর্ডিংয়ের দাম কত, তা এখনও পর্যন্ত জানা যায়নি। এ ছাড়াও এই নিলামে ‘লুট বক্স’র নামে একটা নিলাম থাকবে। মাত্র ১০ ডলারে বাক্স লুট করা যাবে। যারা এগুলো কিনবেন, সবাই অমিতাভের পক্ষ থেকে উপহার পাবেন।