মানুষ মাত্রই ভুল। অমিতাভ বচ্চন মহাতারকা বলে কি তার ভুল হতে পারে না? তারও ভুল হয়। এবার এমনই এক ভুলের মুখোমুখি হলেন তিনি। লজ্জিত হয়ে চাইলেন ক্ষমা।
এই ভুল অমিতাভ করেছিলেন আশির দশকে। সেসময় তিনি অভিনয় করছিলেন ‘মুকদ্দর কা সিকন্দর’ নামের একটি সিনেমায়। তার সঙ্গে ছিলেন বিনোদ খান্না। শুটিংয়ের সেটে অমিতাভের কারণে রক্তাক্ত হতে হয় বিনোদ খান্নাকে।
দৃশ্যটি ছিল পানশালার। কথা ছিল বিনোদকে পানীয়ের গ্লাস ছুড়ে মারবেন বচ্চন। ঠিকভাবেই সম্পন্ন হয়েছিল এর রিহার্সাল। কিন্তু বিপত্তিটা বাঁধে শুটিংয়ে। অমিতাভ গ্লাস ছুড়ে মারলে তা সজোরে এসে লাগে বিনোদের থুঁতনিতে। ফলে রক্তাক্ত হতে হয় তাকে। ক্ষতস্থানে দিতে হয় ১৬টি সেলাই।
সম্প্রতি কেবিসি তথা ‘কৌন বনেগা ক্রোড়পতি’র আসরে এক প্রতিযোগী তা মনে করিয়ে দিতেই লজ্জিত হন অমিতাভ। ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলেন, ‘ভুল হয়ে গেছে আমার। কেন লজ্জা দিচ্ছ?’
‘মুকদ্দর কা সিকন্দর’-এ বিনোদকে রক্তাক্ত করলেও ‘কুলি’ ছবিতে অমিতাভ নিজেই হয়েছিলেন ভয়াবহ দুর্ঘটনার শিকার। বাঁচার আশাটুকু ছিল না। সেবার সুস্থ হওয়ার পর অনেকেই বলতেন নতুন জীবন পেয়েছেন তিনি।
বর্তমানে অমিতাভের ব্যস্ততা কেবিসি নিয়ে। কিছুদিন আগে তিনি আশিতে পা রাখেন। দিনটি উপলক্ষে এক বিশাল পরিকল্পনা করেছিল শোয়ের নির্মাতারা। তার জন্মদিনে বসেছিল কেবিসির নতুন পর্ব। সেখানে উপস্থিত ছিলেন অমিতাভের স্ত্রী জয়া বচ্চন।