গত ২৪ ঘণ্টায় সীমান্তে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বিজিবি। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যে নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবি।
বিজ্ঞপ্তিত্বে বলা হয়, গোয়েন্দা তথ্যের বিক্তিত্বে গত ২৪ ঘণ্টায় ৫৮ বিজিবির বেশ কয়েকটি অভিযানিক দল সুগঠিত হয়ে রাতভর মহেশপুর উপজেলার মাটিলা, খোশালপুর, পলিয়ানপুর, বাংঘাডাঙ্গা, শ্যামকুড় এবং লড়াইঘাট সীমান্ত এলাকায় বেশ কয়েকটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক কর।
সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টায় সর্বমোট ৪৭ জন বাংলাদেশিকে আটক করা হয়। এদের মধ্যে নারী ১২ জন,পুরুষ ১৯ জন ও শিশু রয়েছে ১৬জন। আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
বিজিবি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।