পেশাদার ক্যারিয়ার থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের টেনিস তারকা ‘সুন্দরী’ সানিয়া মির্জা। আগামী মাসে দুবাইতে অনুষ্ঠিত ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপ খেলার মধ্য দিয়ে পেশাদার টেনিসকে বিদায় জানাবেন তিনি। গত বছর ইউএস ওপেনে অংশ নিয়ে টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সানিয়া। তবে ইনজুরিতে সেবার কোর্টে নামা হয়নি এই টেনিস সুন্দরীর।
আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপ। এই আসরেই সানিয়ার ভক্ত-অনুরাগীরা তাকে শেষবারের মতো কোর্টে খেলতে দেখবেন। তবে তার আগে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিচ্ছেন সানিয়া মির্জা। ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এবারের আসরে তিনি মিক্সড ডাবলস ইভেন্টে রোহান বোপান্নার সঙ্গে খেলতে নামবেন।
পেশাদার টেনিস থেকে অবসর প্রসঙ্গে সানিয়া জানান, ‘আমি এখন ৩৬ বছর বয়সী। সত্যিই আমার শরীর আর পারবে না। এটিই অবসরের মূল কারণ। আমার মনের মধ্যে মানসিকভাবে আর লড়াই করার ক্ষমতা নেই। জীবনের সঙ্গে সবকিছুই পরিবর্তন হয়।’
সানিয়া আরও বলেন, ‘ডব্লিউটিএ ফাইনালের পরই আমি অবসরের সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। কিন্তু ইউএস ওপেনের ঠিক আগে আমি আমার কনুইতে চোট পাই। তাই আমাকে সবকিছু থেকে সরে আসতে হয়েছিল। সত্যি বলতে, আমি আমার নিজের শর্তে কিছু করতে পছন্দ করি। এই জন্যই আমি চোটের কারণে বাইরে থাকতে চাই না। এখনও অনুশীলন চালিয়ে যাচ্ছি। আমি দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের পর অবসর নেওয়ার পরিকল্পনা করছি।’
টেনিস সুন্দরী সানিয়া মির্জার যত প্রাপ্তি
সানিয়া মির্জা ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেন (২০১৬), উইম্বলডন (২০১৫) ও ইউএস ওপেন (২০১৫) এর শিরোপা জিতেছেন। তাছাড়াও মিক্সড ডাবলসে তিনটি গ্র্যান্ড স্লাম জয়ের সুখস্মৃতি আছে এই তারকার। অস্ট্রেলিয়ান ওপেন (২০০৯), ফ্রেঞ্চ ওপেন (২০১২) ও ইউএস ওপেন (২০১৪)-তে মিক্সড ডাবলস জিতেছেন এই ৩৬ বছর বয়সী টেনিস সুন্দরী।