গতকাল ধানমন্ডিতে ইউজিসি চেয়ারম্যানের অফিস কাম বাসভবন এবং মিরপুর ১৪ নম্বরে অবস্থিত ইউজিসি আবাসিক এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জেনারেল সার্ভিসেস, এস্টেট এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর, ইউজিসির অতিরিক্ত পরিচালক ও আবাসিক এলাকা কল্যাণ কমিটির সভাপতি মো. শাহীন সিরাজ, সিনিয়র সহকারী পরিচালক ও সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেনসহ কল্যাণ কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় কল্যাণ কমিটির সভাপতি শাহীন সিরাজ ইউজিসির কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন সংকট সমাধানে নতুন বহুতল ভবন নির্মাণ, একটি স্থায়ী জামে মসজিদ ও কমিউনিটি সেন্টার নির্মাণ, সীমানা প্রাচীর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কার, নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন বিষয়ে ইউজিসির চেয়ারম্যানকে অবহিত করেন।
এ ছাড়া জেনারেল সার্ভিসেস, এস্টেট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ইউজিসি চেয়ারম্যান ও সদস্যদের আবাসিক এলাকার নকশা তুলে ধরে।
প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ কল্যাণ কমিটির প্রস্তাব পর্যালোচনা সাপেক্ষ দ্রুততম সময়ের মধ্যে বৃহত্তর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি বলেন, ইউজিসির দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন অবকাঠামো নির্মাণে উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া ধানমন্ডি ৩/এ ইউজিসি চেয়ারম্যানের পুরাতন অফিস কাম বাসভবন ভেঙে আধুনিক ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া আবসিক এলাকার পরিবেশ অক্ষুণ্ন রেখে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে ইউজিসি চেয়ারম্যান আবাসিক এলাকায় একটি ফলজ গাছের চারা রোপন করেন।