সরকারি কর্মচারীদের অফিসে ঢোকার সময় বেঁধে দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে নির্দিষ্ট সময় মেনে অফিসে প্রবেশ করতে হবে। এক মিনিট দেরি করলেও ভোগ করতে হবে ‘শাস্তি’। ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকারের কর্মী ও প্রশিক্ষণ বিভাগ এই নিয়ম চালু করেছে। সরকারি বিভিন্ন অফিসে কর্মরত সিনিয়র কর্মকর্তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। কারও জন্য বিশেষ কোনো ছাড় থাকবে না। নির্ধারিত সময় মেনে সব কর্মচারীকে অফিসে ঢুকতে হবে।
প্রতিদিন সকাল ৯টার মধ্যে সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের সংশ্লিষ্ট অফিসে ঢুকতে বলা হয়েছে। ১৫ মিনিট দেওয়া হয়েছে ‘গ্রেস টাইম’ হিসাবে। অর্থাৎ, অফিসে প্রবেশের সরকারি সময় সকাল ৯টা। সর্বোচ্চ সোয়া ৯টা বা ৯টা ১৫ মিনিটের মধ্যে তারা অফিসে ঢুকতে পারবেন। এর বেশি দেরি করা যাবে না।
উপস্থিতি নিশ্চিত করা হবে বায়োমেট্রিক পদ্ধতিতে। ৯টা ১৫ মিনিটের পর কেউ নিজের কার্ড ‘পাঞ্চ’ করলে তার পৌঁছতে দেরি হয়েছে বলে ধরে নেওয়া হবে।
কোনো কর্মী নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে না পৌঁছলে তার বরাদ্দ ছুটির মধ্যে থেকে অর্ধদিবস কাটা যাবে। আর এভাবে দুদিন দেরি হলে একদিনের ছুটি বাতিল হবে।
এছাড়া অফিসে কোন কর্মচারী কখন আসছেন, কখন যাচ্ছেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তার দিকে নজর রাখতেও বলা হয়েছে।
ভারতের সরকারি অফিসগুলোতে বায়োমেট্রিক পদ্ধতির উপস্থিতি অনেক আগেই চালু করা হয়েছিল। কিন্তু কোভিড মহামারির সময় থেকে সেই ব্যবস্থা পুরোপুরি কার্যকর ছিল না। অভিযোগ রয়েছে, তারপর পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেক কর্মকর্তা সেই নিয়ম আর আগের মতো মানতে চাননি। এই ধরনের অনিয়ম ঠেকাতেই নতুন করে কড়াকড়ি করা হচ্ছে।