অপহৃত স্কুলছাত্রী বোনকে উদ্ধার করতে গিয়ে আপন ভাই গুরুতর রক্তাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রোববার (১৫ মে) সন্ধ্যায় ঘটনাটি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামে ঘটে। আহত আলীমরাজ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন বাবন গাঁও গ্রামের রইবুদ্দিনের ছেলে।
জানা গেছে, স্কুলে যাওয়ার পর বাড়ি না ফেরায় বোনের সন্ধান চেয়ে গেল ১০ এপ্রিল দক্ষিণ সুনামগঞ্জ থানায় জিডি করে স্কুল পড়ুয়া মেয়ের ভাই আলীমরাজ। দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতা অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাওয়া যায়নি মেয়েটির। এক মাসের বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর শনিবার পার্শ্ববর্তী দোরাবাজারের এক সিএনজি চালক কর্তৃক মেয়েটির অপহরণের খবর পায় পরিবারটি।
বোনকে উদ্ধার করতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশকে জানিয়ে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া গ্রামে যান আলীমরাজ ও তার পরিবারের লোকেরা। এ খবরে গ্রামের আব্দুল মালিকের ছেলে আজম আলী ও তার পরিবারের লোকেরা আলীমরাজের পরিবারের উপর অতর্কিত হামলা চালালে গুরুতর আহত হন আলীমরাজ। স্থানীয়দের সহযোগিতায় আহত আলীমরাজকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার। ঘটনার সত্যতা স্বীকার করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই বাবুল হাওলাদার। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে যাওয়ার কথা জানান।