শনিবার (১৯ এপ্রিল) দুপুরে রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে মারমা জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা জানান
উপদেষ্টা আরও বলেন, এ বিষয় (অপহরণ) নিয়ে সেনাবাহিনী খুব ভালো একটা ভূমিকা নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়া পুলিশসহ অন্যান্য বাহিনীগুলোও মিলে কাজ করতেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, তারা যেম সবাই সুস্থ হয়ে ফিরে আসতে পারে।
যারা অপহরণ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা জানতে চাইলে সুপ্রদীপ চাকমা বলেন, আগে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করি। উদ্ধার করার পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল চাকমাদের বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ফেরার পথে খাগড়াছড়ির গিরি ফুল এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও গাড়ি চালক অপহরণের শিকার হন। ঘটনার তিনদিন পরও অপহৃতদের সন্ধান মেলেনি।