রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের এক মাস পর উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ জুলাই) সকালে উপজেলার সমাধিনগর এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে পুলিশ উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ অপহরণকারী দিপ্ত সরকারকে (২২) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছ। দিপ্ত সরকার বালিয়াকান্দি সদর ইউনিয়নের বকচর গ্রামের হিরণ্য সরকারের ছেলে।
এর আগে গত ২৬ জুন ওই ছাত্রীর বাবা রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ৯ জুলাই বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর করার নির্দেশ দেন।
জানা যায়, নবম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে দিপ্ত সরকার কুপ্রস্তাব দেওয়াসহ বিভিন্ন সময় উত্যক্ত করতেন। ওই ছাত্রী তার বাবা-মাকে ঘটনাটি জানালে তারা বিষয়টি দিপ্ত সরকারের বাবা হিরণ্য সরকারকে অবগত করে। কিন্তু তিনি বিষয়টি এড়িয়ে যান।
গত ২২ জুন ভোর সাড়ে ৬টার সময় বকচর মাধ্যমিক বিদ্যালয়ে কোচিং করার জন্য ওই ছাত্রী রওনা হলে বকচর গ্রামের মাদরাসার আগে ফাঁকা জায়গায় পৌঁছালে দিপ্ত সরকার, শিমুল সরকার, গৌরাঙ্গ সরকারসহ ৪/৫ জন মিলে একটা কালো গ্লাসের সাদা মাইক্রোতে ওই ছাত্রীকে অপহরণ করেন।
পরে ওই ছাত্রীর বাবা বিষয়টি বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিতে গেলে থানা থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। উপায়ন্ত না পেয়ে গত ২৬ জুন রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন ওই ছাত্রীর বাবা। এ মামলাটি গত ৯ জুলাই বালিয়াকান্দি থানায় এফআইআর হয়। পরবর্তীতে পুলিশ গত সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত শিমুল সরকারকে গ্রেপ্তার করে। তিনি রাজবাড়ী কারাগারে আছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান বলেন, রোববার সকালে সমাধিনগর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করাসহ প্রধান আসামি দিপ্ত সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।তাকে রোববার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। ওই ছাত্রীকে রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।